বিনি কলিং ।। নবনীতা দত্ত

একটা পুরনো মন্দির। খানিকটা অংশ ভাঙাচোরা। দেখলে মনে হয় যেন, একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং অনেকদিন পড়ে আছে। মন্দিরটার মাঝে একটা ঘরে একটা বিশাল শিবলিঙ্গ, যার উচ্চতা একটা মানুষের চেয়ে অনেক বেশি এবং চওড়ায় প্রায় থামের মতো। সেই শিবলিঙ্গ ঘিরে রেখেছে একটা প্রকান্ড জ্যান্ত সাপ। আমি শিবলিঙ্গটার কাছ থেকে সরে এসে এগিয়ে গেলাম ভাঙা জানালাটার দিকে। সেখানে গিয়ে দেখি বাইরে সমুদ্র। জানালাটা দিয়ে পা বাড়াতেই নেমে পড়লাম সমুদ্রতীরে। কিন্তু অদ্ভুত কান্ড, সমুদ্রতীরে বরফ জমে রয়েছে। চারপাশটা ধূসর সাদা। কোনও রং নেই। বরফের উপর থেকে যেন ধোঁয়া উঠছে। কয়েকটা লোক ভীষণ ব্যাস্তসমস্ত হয়ে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। আমি এগিয়ে যেতে দেখি, সমুদ্রের পাড় বরাবর বরফের উপর লাইন দিয়ে পড়ে আছে অনেকগুলো কফিন।

Leave a comment